Tere Jaisa Yaar Kahan | তোমার মতো বন্ধু কোথায় lyrics
তোমার মতো বন্ধু কোথায়, এমন বন্ধু কোথায়
পৃথিবী তোমাকে মনে রাখবে- আমার আফসানা (x2)
আমাকে জড়িয়ে ধরে আমার জীবন চালান
আমাকে বোর্ডে বসিয়ে মেঝে থেকে তুলে দিল (x2)
মানুষ, আমি তোমার বন্ধুকে ভগবান মনে করতাম
পৃথিবী তোমাকে মনে রাখবে- আমার আফসানা
এই আমার হৃদয়ের প্রার্থনা, তুমি কখনো দূরে যেও না
তোমাকে ছাড়া বাঁচি, সেই দিন আর আসবে না (x2)
এখানে তোমার সাথে বাঁচবো, তোমার সাথে মরবো
পৃথিবী তোমাকে মনে রাখবে- আমার আফসানা
তোমার মতো বন্ধু কোথায়, এমন বন্ধু কোথায়
পৃথিবী তোমাকে মনে রাখবে- আমার আফসানা
No comments:
Post a Comment
Thanks for support....Be Patients Our Team Response Your Questions
IF ANY QUESTION FEEL FREE WRITE DOWN HERE ...!