Sankha Bajiye Maake [New Version 2022] Bengali Song Lyrics
Sankha Bajiye Maake [new version 2022] Song Lyrics |
Cast
● presentation : RRFC Production
● editor : Raja, Abhijit
● artist : Pakhi & Rani
● based on Sankha Bajiye Maake Song
● Original Artist : Sandhya Mukhopadhyay
Sankha Bajiye Maake [new version 2022] BENGALI SONG LYRICS
(THIS SONG AVAILABLE NOW STARMAKER PLAY TRACK)
f1 = প্রথম মহিলা, f2 = দ্বিতীয় মহিলা৷
[f1] এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
[f2] এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
[f1] শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
[f2] শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
[f1] আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট,
আমের পল্লব দিলাম জলভরা ঘট।
[f2] আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট,
আমের পল্লব দিলাম জলভরা ঘট।
[f1] পান-সুপারী সিঁদুর দিলাম দু-হাত ভরে,
ধনধান্যে ভরো আমার এ ঘরে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
...
[f2] পান-সুপারী সিঁদুর দিলাম দু-হাত ভরে,
ধনধান্যে ভরো আমার এ ঘরে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থাকো আলো করে।
[f2] শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,
জনম জনম থাকো আমার এ ঘরে।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,
জনম জনম থাকো আমার এ ঘরে।
[f1] এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
[f1] শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,
জনম জনম থাকো আমার এ ঘরে।
[f2] এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
[f1] এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
[f2] এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
**শোনার জন্য ধন্যবাদ**
No comments:
Post a Comment
Thanks for support....Be Patients Our Team Response Your Questions
IF ANY QUESTION FEEL FREE WRITE DOWN HERE ...!